×

জাতীয়

রূপগঞ্জ ট্রাজেডি: আজ আরও ২১ লাশ হস্তান্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ১১:৪৫ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ২৪ লাশ হস্তান্তরের পর আজ ২১টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ইতিমধ্যে লাশ বুঝে পেতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে ভিড় করেছেন স্বজনরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে লাশগুলো হস্তান্তর করবে।

লাশগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলোঃ

কিশোরগঞ্জের সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের মেয়ে মাহমুদা আক্তার। করিমগঞ্জ উপজেলা আব্দুল কুদ্দুসের মেয়ে রহিমা আক্তার। সদর উপজেলার গাগলাইল গ্রামের মঞ্জুর স্ত্রী মিনা খাতুন। সদর উপজেলার চিংড়িরচর গ্রামের মুর্শিদ মিয়ার মেয়ে আমেনা আক্তার। কটিয়াদী উপজেলার চান্দু মিয়ার মেয়ে রাবেয়া আক্তার। সদর উপজেলার চৌদ্দশত বগালেরপাড় গ্রামের মোঃ সেলিমের মেয়ে রহিমা @রাহিমা। সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের চান মিয়ার ছেলে নাজমুল হোসেন। মিঠামইন উপজেলা মোহাম্মদ সেলিমের মেয়ে সেলিনা আক্তার। কটিয়াদী উপজেলার গৌরিপুর গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে তাসলিমা আক্তার। করিমগঞ্জের মুথরাপাড়া গ্রামের আঃ কাউয়ুমের মেয়ে ফাকিমা আক্তার।

ভোলার শশীভূষণ থানার এওয়াজপুর  গ্রামের আব্দুল মান্নানের ছেলে নোমান।একই জেলার দক্ষিণ আইচা থানার চরহরিশ গ্রামের হাফেজ ফখরুল ইসলামের ছেলে মোঃ শামীম। চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মোঃ ফজলুর রহমানের ছেলে হাসনাইন।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুইরা চরন সরকারের মেয়ে শেফালী রানী সরকার। একই উপজেলার সেলিম মিয়ার স্ত্রী আমৃতা বেগম।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পূর্বরাম গ্রাম মৃত জাকির হোসেনের মেয়ে শান্তা মনি।

রাজশাহীর বাঘা উপজেলার তেঁতুলিয়া সিকদার পাড়া গ্রামের গকুল শিকদারের ছেলে মাহবুবুর রহমান।

জামালপুরের সদর উপজেলার গোডারকান্দা গ্রামের শওকত হোসেনের ছেলে জিহাদ রানা।

নোয়াখালীর দক্ষিণ হাতিয়া থানার নতুন শুকচর গ্রামের বাহার উদ্দিনের ছেলে আকাশ মিয়া।

মৌলভীবাজারের সদর উপজেলার চানপুর গ্রামের পরভা চন্দ্র বর্মনের মেয়ে কম্পা রানী বর্মন।

নিলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনকার হোসেনের ছেলে স্বপন মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App