×

জাতীয়

সারাদেশে ডেঙ্গু শনাক্ত ৪ হাজার ছাড়াল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৮:৫৭ পিএম

রাজধানীসহ সারাদেশে করোনাভাইরাসের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুরোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১৪ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে ঢাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২১১ জন। ঢাকার বাইরে রোগীর সংখ্যা ৩। সারাদেশে মোট ৪১১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল আটটা পর্যন্ত হাসপাতালে এসব রোগীর ভর্তির খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মহাখালী থেকে অধিদপ্তরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ২১৪ জন রোগীসহ সারা দেশে এখন পর্যন্ত মোট ৪১১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য পাওয়া গেছে। সারা দেশে এডিস মশাবাহীত ডেঙ্গু রোগ থেকে ৩০৯৫ জন সুস্থ হয়েছেন। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০১০ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৭২ জন রোগী এবং অন্যান্য বিভাগে ৩৮ জন রোগী ভর্তির কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে। তবে, কজন ডেঙ্গু রোগে মারা গেছেন তা নিশ্চিত করেনি আইইডিসিআর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App