×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় রেকর্ড ৩০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১০:৪১ এএম

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। যা এই হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। এদের মধ্যে ১৬ জন করোনায় এবং ১৪ জন উপসর্গ নিয়ে মারা যান।

তিনি জানান, মৃতদের মধ্যে ময়মনসিংহের ৫জন, নেত্রকোনার ৬জন, টাঙ্গাইলের ২জন, জামালপুরের ২জন এবং গাজীপুরের ১জন ছিলেন ।

এছাড়া এ সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন, ময়মনসিংহের ৭জন, জামালপুরের ২জন, নেত্রকোনার ৩জন, শেরপুর ও সুনামগঞ্জের ১জন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে ৫২৫ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৩ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১১টি নমুনা পরীক্ষা করে ৪০২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App