×

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৭:০৫ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার (৬ আগষ্ট) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ রিয়াদ। বৃষ্টির কারণে ৬টার ম্যাচ ৭টা ১৫ মিনিটে শুরু হলেও ওভার কাটা যায়নি কোনো। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছে ১০ মিনিটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি টাইগারদের। পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আজ তৃতীয় ম্যাচ জিতলেই সিরিজ বাংলাদেশের। প্রথম ম্যাচে ২৩ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। আজ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে টাইগাররা একাধিক ম্যাচের পঞ্চম সিরিজ জয়ের স্বাদ পাবে। এদিকে অস্ট্রেলিয়া নিজেরাও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। বাংলাদেশে আসার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। শুধু তাই নয়, এর আগে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষেও সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারতের সঙ্গে আবার নিজের ঘরের মাঠেই জিততে পারেনি তারা। সবমিলিয়ে শেষ চারটি সিরিজে হেরে কোণঠাসা ক্যাঙ্গারুরা। এবার টাইগারদের সামনে সুযোগ অজিদের টানা পঞ্চম সিরিজ পরাজয়ের তিক্ত স্বাদ উপহার দেয়ার।

সিরিজ বাঁচাতে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়ানরা গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুরে কঠোর অনুশীলন করেছে। বাংলাদেশ দল গতকাল বিশ্রামে কাটিয়েছে। আজকের দিনটি বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য স্মরণীয় দিন। আজ থেকে ঠিক ১৫ বছর আগে ২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সাকিব আল হাসানের। এরপর থেকে নিজের সামর্থ্য ও কার্যকরিতার প্রমাণ দিয়েছেন বহুবার। বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে এক নম্বর অলরাউন্ডার হওয়ার রেকর্ড গড়েছেন সাকিব। প্রায় এক যুগ ধরে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আধিপত্য বিস্তার করছেন তিনি। এখনও ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার সাকিব।

সাফল্যমণ্ডিত আন্তর্জাতিক ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৫৮ টেস্ট, ২১৫ ওয়ানডে ও ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাকিব। টেস্টে ৫ সেঞ্চুরিতে ৩৯৩৩, ওয়ানডেতে ৯ সেঞ্চুরিতে ৬৬০০ ও টি-টোয়েন্টিতে সাকিবের সংগ্রহ ১৬৬৬ রান। বল হাতে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ ও টি-টোয়েন্টিতে তার শিকার ৯৭ উইকেট। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হয়েছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ৩৬ এবং দ্বিতীয় ম্যাচে ২৬ রান করার পাশাপাশি দুই ম্যাচে তুলে নিয়েছেন দুই উইকেট। দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপদজনক ব্যাটসম্যান হেনড্রিকসকে বোল্ড আউট করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App