×

জাতীয়

৩০ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:৪২ পিএম

৩০ অ্যাম্বুলেন্স উপহার দিল ভারত

ভারতের উপহার হিসেবে পাঠানো অ্যাম্বুলেন্স। ফাইল ছবি

বাংলাদেশকে ৩০টি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত। বৃহস্পতিবার (৫ আগস্ট) অ্যাম্বুলেন্সগুলো পেট্রাপোলে এসে পৌঁছেছে। এরপর বেনাপোলে শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর ঢাকার পথে রওয়ানা করবে। আজ সন্ধ্যায় ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২৬-২৭ মার্চ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর এগুলি শীঘ্রই ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলি সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এই অ্যাম্বুলেন্সগুলি কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থন করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রতিফলন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App