×

সারাদেশ

বরিশালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৮৫৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০২:২০ পিএম

বরিশালে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, শনাক্ত ৮৫৮

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় ক্রমেই বাড়ছে করোনা সংক্রমন ও মৃত্যুর সংখ্যা। একের পর এক রেকর্ড ভাঙছে মৃত্যুর। বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে সোমবার বিভাগে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৩১ জনের। পাশাপাশি একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শুধুমাত্র শেবাচিম হাসপাতালেই গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯ জন।

এদের মধ্যে দুইজন আক্রান্ত ও ১৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ১৮৯ নমুনা পরীক্ষা করে ৯১ জন পজিটিভ হন।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে ৭০৮ নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩৫ জন শনাক্ত হন।

এছাড়া ভোলায় ১৭৬, পটুয়াখালীতে ১৮২, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ২৭ জন পজিটিভ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App