×

জাতীয়

১১ আগস্ট থেকে ৫৭ জোড়া ট্রেন চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০৫:৩৫ পিএম

করোনার কারণে চলমান লকডাউন শিথিল হচ্ছে আগামী ১১ আগস্ট থেকে। আর ওই দিন সকাল থেকে গণপরিবহন চলাচলের অংশ হিসেবে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারও মোট ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হবে, যার পুরোটাই দেয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, যেহেতু ১১ আগস্ট সকাল থেকে চলমান লকডাউন শিথিলের সিদ্ধান্ত হয়েছে এবং স্বল্প পরিসরে গণপরিবহন চলবে। সে কারণে যাত্রীদের সুবিধার্থে স্বাস্থ্য বিধি মেনে আমরা দেশের বিভিন্ন রেলরুটে এক্সপ্রেস,মেইল ও কমিউটার মিলে ৫৭ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রয়োজনে তা বাড়ানো হবে। তবে মোট ধারণক্ষমতার ৫০ শতাংশ সিটের টিকেট বিক্রি করা হবে, যা অনলাইনে  কেনা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App