×

জাতীয়

তোমার পাখিরে কি দিয়ে শান্তনা দিবো আপা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০২:২৭ পিএম

তোমার পাখিরে কি দিয়ে শান্তনা দিবো আপা!

নিহত নাজমা বেগমের বোন মমতাজ বেগম।

তোমার পাখিরে কি দিয়ে শান্তনা দিবো আপা বলতে পারো। শুধু বলে আম্মু কই। এতো দিন বলছি, খালামনির বাসায়। আজ লাশ নিয়ে কি উত্তর দিবো। আমিতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। শান্তনা দেয়ার মতো একটা কথা বলে যাইতা আপা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত নাজমা বেগমের বোন মমতাজ বেগম। চোখে মুর্ছা দিতে দিতে বলেন, যারা কর্ম করে খায় তাদেরই আল্লাহ নিজের কাছে নিয়ে গেলো। আপা কর্ম করতে গিয়ে চলে গেলো। পর বাচ্চা দুইটা আর মায়ের আদর পাবেনা।

বুধবার (৪ আগস্ট) সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে বোনের লাশ নিতে এসে এভাবেই আর্তনাদ করছিলেন মমতাজ বেগম। তার পাশে দাঁড়িয়ে চোখ মুছছিলেন নিহত নাজমার ভাই ফারুক হোসেন।

জানতে চাইলে ফারুক হোসেন ভোরের কাগজকে বলেন, রূপগঞ্জের গাউছিয়া এলাকায় ছেলে নাজমুল হোসেন (১৩) ও মেয়ে পাখিকে (৬) নিয়ে ভাড়া থাকতেন নাজমা বেগম। রিকশাচালক স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ৬ মাস ধরে যোগাযোগ ছিলোনা। নাজমার ছেলে নাজমুলও সেজান জুস কারখানায় কাজ করতো।

বোন মমতাজ বেগম বলেন, লাশ নিয়ে বাচ্চাদের কি শান্তনা দিবো, কি বুঝ দিবো। কারখানার গেটে তালা মেরে রাখায় আমার বোন বের হতে পারেনাই। তালা খোলা থাকলে যেমনে হোক জানডা বাঁচাইতে পারতো। কারখানা কর্তৃপক্ষের কারণেই আমার বোন মারা গেছে। আমরা এ ঘটনার বিচার চাই। ফারুক হোসেন বলেন, নাজমার লাশ ডেমরার কোনাপাড়ায় ডগাই কবরস্থানে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App