×

জাতীয়

জিনের বাদশা পরিচয়ে হাতিয়ে নেয় অর্ধকোটি টাকা, গ্রেপ্তার ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ০১:৪৫ পিএম

জিনের বাদশা পরিচয়ে হাতিয়ে নেয় অর্ধকোটি টাকা, গ্রেপ্তার ৩

রাজধানীর ডেমরায় জ্বীনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের কথা বলে অর্থ আদায় করতো। ছবি: ভোরের কাগজ

জিনের বাদশা পরিচয়ে সমস্যা সমাধানের নামে আসলে প্রতারণা করাই ছিল তাদের মূল কাজ। সমাজের সহজ-সরল মানুষরাই মূলত তাদের টার্গেট। এখন পর্যন্ত চক্রটি অর্ধকোটি টাকার মতো অর্থ আত্মসাৎ করেছে।

প্রতারণার অভিযোগে ৩জনকে গ্রেপ্তারের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। বুধবার (৪ আগস্ট) রাজধানী মালিবাগের সিআইডি প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কথিত জিনের বাদশা পরিচয়ে অনলাইন প্লাটফর্মে প্রতারণাকারীরা হলো, মো. আল আমিন, মো. রাসেল ও মো. সোহাগ। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, জিনের বাদশা পরিচয় দেয়া মো. আল আমিন এ চক্রের হোতা। ভোলা জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই কাজে তার আরো দুই সহযোগী মো. রাসেল ও মো. সোহাগের বিষয়ে জানা যায়। তদন্তের ধারাবিহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আর ভোরে রাজধানীর ডেমরায় এলাকায় বুধবার ভোরে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিভিন্ন অনলাইন প্লাটফর্মসহ কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার সুব্যবস্থা, দাম্পত্য কলহ দূর, বিবাহের বাঁধা দূর, অবাধ্যকে বাধ্য, চাকুরিতে প্রমোশন ও কম দামে স্বর্ণ ক্রয় সমস্যা সমাধানের চটকদার জন্য বিজ্ঞাপন দিতো তারা। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মানুষ যোগাযোগ করলে আস্থা অর্জন করতে মেয়ের কন্ঠ সেজে কথা বলতো তারা। নিরীহ সরলমনা মানুষরা বিশ্বাস করে তাদের ফাঁদে পা দিলেই শুরু হতো প্রতারণা। ফাঁদে পা দেওয়া ভুক্তভোগীকে নানা উপায়ে ভয় দেখানো হতো। বলা হত এখন তাদের কথা অনুযায়ী কাজ না করলে প্রিয়জনের ক্ষতিসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতো চক্রটি। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জ্বীনের বাদশা সেজে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরূদ্ধে একাধিক মামলা আছে।

তারা গত ৬ মাসে বিভিন্ন সময়ে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে আনুমানিক ৬০ লাখ টাকা আত্মসাৎ করেছে। জিনের বাদশা সেজে এই প্রতারক চক্রটি দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App