×

খেলা

শূন্যে উড়ে অবিশ্বাস্য ক্যাচ ডি'ককের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১২:৫৮ পিএম

শূন্যে উড়ে অবিশ্বাস্য ক্যাচ ডি'ককের

শূন্যে ঝাঁপিয়ে ক্যাচ ধরছেন ডি'কক। ছবি: টুইটার

আধুনিক ক্রিকেটে ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সংক্ষিপ্ত ফর্ম্যাটে রান বাঁচানোর ক্ষেত্রেই হোক, অথবা হাফ চান্সকে ক্যাচে পরিণত করার ক্ষেত্রেই হোক, দুরন্ত ফিল্ডাররা সবসময় দলের সম্পদ হিসেবেই বিবেচিত হন। স্বাভাবিকভাবেই উইকেটকিপারদের ভূমিকাও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক সময়ে অন্যান্য ফিল্ডারদের মতো ক্রিকেটের ময়দানে উইকেটকিপারদেরও অনবদ্য সব ক্যাচ ধরতে দেখা গিয়েছে। এবার তেমনই একটি অবিশ্বাস্য ক্যাচ ধরলেন কুইন্টন ডি'কক। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান ইসিবির ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ডান দিকে ঝাঁপিয়ে শূন্য ওড়া অবস্থায় ক্যাচ ধরেন জোস ইংলিসের।

লর্ডসে সাদার্ন ব্রেভ ও লন্ডন স্পিরিটের মধ্যে ম্যাচ ছিল। দ্বিতীয় ইনিংসের ৮৬তম বলে রিভার্স স্কুপ করার চেষ্টা করেন জোস ইংলিস। বোলার ছিলেন জর্ডন। ইংলিস স্লিপ অঞ্চলের উপর দিয়ে যথাযথ শট নেন। তবে উইকেটকিপার ডি'কক ডান দিকে ঝাঁপিয়ে শূন্যে ওড়া অবস্থায় এক হাতে বল দস্তানাবন্দি করেন। ফলে ব্যক্তিগত ৫৫ রানের মাথায় সাজঘরে ফিরতে হয় ইংলিসকে।

ম্যাচে সাদার্ন ব্রেভ ৪ রানে পরাজিত করে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাট করে সাদার্ন ৬ উইকেটে ১৪৫ রান তোলে। জবাবে ৭ উইকেটে ১৪১ রানে আটকে যায় ইংল্যান্ড। ডি'কক ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৪ বলে ২৭ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন জর্ডন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App