×

খেলা

মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৫:০৯ পিএম

মেক্সিকোকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল

মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল

টোকিও অলিম্পিকের ছেলেদের ফুটবলের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (৩ আগষ্ট) মেক্সিকোকে টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিল ফাইনালে যাওয়ার মাধ্যমে অলিম্পিকে টানা দুইবার স্বর্ণপদক জয়ের সুযোগ তৈরি করেছে সেলেসাওরা।

ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলের কেউ গোল করতে পারেনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানেও গোল করতে ব্যর্থ হয় দুই দল। আর তাই টাইব্রেকারে গড়ায় ম্যাচের ফয়সালা ।

টাইব্রেকারে ব্রাজিলের হয়ে শট নেন দানি আলভেস, মার্টিনেল্লি, ব্রুনো ও রেইনার। তারা সবাই বল জালে জড়াতে সমর্থ হন। অপরদিকে মেক্সিকোর হয়ে শুধুমাত্র রদ্রিগেজ বল জালে জড়াতে সমর্থ হন। মেক্সিকো তাদের নেয়া প্রথম দুটি শট মিস করে। ফলে সব মিলিয়ে তারা তিনটি শট নেয়ারই সুযোগ পায়।

মেক্সিকোর হয়ে প্রথম শট নেন এদোয়ার্দো আগুয়েরো। কিন্তু তার দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক সান্তোস। দেশটির হয়ে দ্বিতীয় শট নেন জোহান ভাসকুয়েজ। তিনি বল গোলবারের বাইরে মেরে দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App