×

আন্তর্জাতিক

সিডনিতে লকডাউন কার্যকরে রাস্তায় সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১২:০৯ পিএম

সিডনিতে লকডাউন কার্যকরে রাস্তায় সেনাবাহিনী

অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউনে বিধিনিষেধ কার্যকর করতে সেনাবাহিনী নামছে রাস্তায়। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন কার্যকর করতে রাস্তায় নেমেছে সেনাবাহিনী। দেশটির আরেক শহর ব্রিসবেনে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২ জুলাই) দেশের কয়েকটি অঞ্চলের লকডাউন পাঁচ দিন বাড়ানো হয়েছে।

এর আগে দেশটির রাজধানী সিডনিতে বিদেশি এক এয়ারলাইন ক্রুর মাধ্যমে স্থানীয় একজন করোনা ভাইরাসে আক্রন্ত হন। এরপর শনাক্তের সংখ্য বেড়ে সাড়ে তিন হাজারে দাঁড়ায়।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের কর্মকর্তারা সংক্রমণ আরও ছড়িয়ে পড়া রোধ করতে বাসিন্দাদের বাড়িতে থাকার অনুরোধ জানিয়েছেন। কিছু লোক লকডাউনের নিয়ম অগ্রাহ্য করার পর কর্তৃপক্ষ সিডনিতে সেনা নামিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরীক্ষায় যাদের পজিটিভ এসেছে তারা বাড়িতে আইসোলেশনে আছেন কিনা নিশ্চিত করতে বাড়ি বাড়ি যাবে শহরটিতে মোতায়েন প্রায় ৩০০ সেনাসদস্য, তারা নিরস্ত্র ও পুলিশ কমান্ডের অধীনে থাকবেন। এছাড়াও সব এলাকায় কোভিড পরীক্ষার আহ্বান জানিয়েছে সরকার।

অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক লোক করোনাভাইরাস টিকার আওতায় না আসা পর্যন্ত এ ধরনের বিধিনিষেধ চলতেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির ১৬ বছর ঊর্ধ্ব জনসংখ্যার ৭০ শতাংশ টিকার আওতায় চলে এলে লকডাউন শিথিল করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বর্তমানে অস্ট্রেলিয়ায় টিকার আওতায় আসা লোকের সংখ্যা ১৯ শতাংশ হলেও চলতি বছরের শেষ নাগাদ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে বলে প্রত্যাশা মরিসনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App