×

স্বাস্থ্য

জাপানের উপহারের টিকার তৃতীয় চালান ঢাকার পথে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১১:০১ পিএম

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের তৃতীয় চালান ঢাকার উদ্দেশে টোকিও ছেড়েছে। জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার (২ আগস্ট) রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় উপহার পাওয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এসব ভ্যাকসিন আগামীকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পৌঁছাবে।

টোকিও বাংলাদেশ দূতাবাস আজ সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এ নিয়ে তিন দফায় বাংলাদেশে ১৬ লাখ ৪৩ হাজার ৩০০ ডোজ অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের।

এর মধ্যে গত শনিবার দ্বিতীয় চালানে নিপ্পন এয়ার ওয়েজের একটি কার্গো বিমানে করে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা আসে। এর আগে গত ২৪ জুলাই প্রথম চালানে জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App