×

সারাদেশ

করোনায় সেরে ওঠলেও প্রাণ গেল ডেঙ্গু জ্বরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১০:১৫ এএম

করোনায় সেরে ওঠলেও প্রাণ গেল ডেঙ্গু জ্বরে

প্রকৌশলী ওবায়দুর রহমান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমিল্লার তিতাস উপজেলার প্রকৌশলী ওবায়দুর রহমান মারা গেছেন। রবিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিতাস উপজেলার উপসহকারী প্রকৌশলী জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রকৌশলী ওবায়দুর রহমানের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলা সদরে। গত জানুয়ারি মাসে তিনি তিতাস উপজেলায় যোগদান করেন।

তিতাস উপজেলা প্রশাসন ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন ভুগে সুস্থ হয়েছিলেন ওবায়দুর রহমান। গত ২৬ জুলাই থেকে তিনি আবার জ্বরে  পড়েন। তখন করোনা ও ডেঙ্গুর পরীক্ষা দেন চিকিৎসক। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। গত বুধবার থেকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত এক মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রকৌশলী ওবায়দুর রহমানের বড় ভাই, ভাবি ও বড় বোন মারা গেছেন। তার মৃত্যুতে তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App