×

খেলা

ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ০৮:১২ পিএম

ইংল্যান্ডের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত

ইংল্যান্ড ক্রিকেট দল

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড ক্রিকেট দলের। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সূচিটা করেছিল আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা চিন্তা করেই। তবে তিন টি-টোয়েন্টির সঙ্গে তিন ওয়ানডের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার খবর ছেপেছে ইংল্যান্ডের ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ ও ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হওয়ার কথা ছিল সীমিত ওভারের সিরিজ দুটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যেহেতু ছিল ভারত, তাই ওই দেশের সঙ্গে বাংলাদেশের কন্ডিশনের মিল থাকায় কুড়ি ওভারের বিশ্বকাপের ‘প্রস্তুতি’ পর্ব সারার পরিকল্পনা ছিল ইংলিশদের। বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আবর আমিরাত ও ওমানে সরে গেলেও নির্ধারিত সূচিতে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ড দলের। কিন্তু সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে আইপিএলের কারণে!

বাংলাদেশের করোনাভাইরাস পরিস্থিতি একটা ইস্যু হতে পারে, তবে ডেইলি মেইল ও ‍দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়রা যেন আইপিএলে খেলতে পারেন, সেই কারণেই স্থগিত করা হয়েছে বাংলাদেশ সফর। আসলে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। সেপ্টেম্বর-অক্টোবরে যখন বাংলাদেশে সফর ছিল, সেই সময় সংযুক্ত আবর আমিরাতে হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। যেহেতু মরুর দেশেই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই আইপিএলকে বেছে নিয়েছে ইসিবি।

তবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে বাংলাদেশের সিরিজ নড়চড় হতো না। সোজা কথায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশ সিরিজ স্থগিত করে আইপিএলে খেলোয়াড় ছাড়ছে ইসিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App