×

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২১, ১২:১৬ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিমি যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত

রপ্তানিমুখী সব শিল্প-কলকারখানা আজ খুলে দেওয়ার কারণে চলমান লকডাউনে শ্রমিকদের কর্মস্থলে পৌঁছার জন্য গণপরিবহণ ও লঞ্চ দুপুর পর্যন্ত চালু রাখার ঘোষণা দেওয়া হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় আসছে মানুষ।

শনিবার রাত থেকেই রবিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার অংশে তীব্র যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব, এলেঙ্গা, পুংলি, রাবনা বাইপাস এলাকায় থেমে থেমে পরিবহণ চলাচল করছে।

এদি‌কে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বি‌ভিন্নস্থানে ঢাকামুখী মানুষ‌দের উপচে পড়া ভিড়। দুপুর ১২টা পর্যন্ত চলাচলের নির্দেশনা থাকলেও পর্যাপ্ত গণপরিবহন না থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেটকার, সিএনজি ও মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছেন তারা। এতে তাদের গুন‌তে হচ্ছে কয়েকগুন বেশি ভাড়া।

এর আগে শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী মানুষের স্রোত দেখা গেছে। খোলা ট্রাক, পিকআপ, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসে গন্তব্যে ছোটেন অগণিত মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App