×

জাতীয়

করোনায় র‍্যাবের প্রথম নারী সদস্যের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১০:৪৮ পিএম

করোনায় র‍্যাবের প্রথম নারী সদস্যের মৃত্যু

রাশেদা ফেরদৌস

করোনায় আক্রান্ত হয়ে র‍্যাপিড একশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক নারী সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম-রাশেদা ফেরদৌস (৪১)। তিনি র‍্যাব-৩ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

শুক্রবার (৩০ জুলাই) র‍্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রেষণে কর্মরত ব্যাটালিয়ন আনসার সদস্য রাশেদা ফেরদৌস কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৯ জুলাই সকালে তেজগাঁও বেসরকারি ইমপালস হাসপাতালের স্থানান্তর করে লাইফ সার্পোটে রাখা হয়।

সেখানেই গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ী সিলেটের গোলাপগঞ্জে। সেখানেই তাকে দাফন করা হয়।

 এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন৷ এছাড়াও র‍্যাব সদস্যদের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App