×

অপরাধ

অর্থ পাচার মামলায় জাহাঙ্গীরের স্বীকারোক্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ০৬:৩৭ পিএম

অর্থ পাচার মামলায় জাহাঙ্গীরের স্বীকারোক্তি

গ্রেফতারকৃত জাহাঙ্গীর গাজী। ছবি: ভোরের কাগজ

৮ দেশের বৈদেশিক মুদ্রা পাচার করার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার জাহাঙ্গীর গাজী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তার এ জবানবন্দি রেকর্ড করেন।

এর আগে এদিন দুইদিনের রিমান্ড শেষে জাহাঙ্গীরকে আদালতে হাজির করে পুলিশ। পরে আসামি জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তদন্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তা রেকর্ড করতে আদালতে আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে জবানবন্দি রেকর্ড করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, জাহাঙ্গীর গাজী গত ২৬ জুলাই ভোর সাড়ে ৬টায় তুরস্কে যাওয়ার সময় তাকে আটক করে বিমানবন্দর পুলিশ। পরে তল্লাসী তালিয়ে শার্টের ভিতর লুকানো ১১ লাখ ৬৫ হাজার সৌদি রিয়ালসহ ইউএসএ, মালয়েশিয়া, ইউরো, ওমান, কুয়েত, থাইল্যান্ড ও দুবাই মিলে মোট ২ কোটি ৫০ লাখ বাংলাদেশি টাকার সমমূল্যের মুদ্রা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। পরেরদিন মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App