×

জাতীয়

সিনোফার্মের ১০ লাখ টিকা পৌঁছেছে, মধ্যরাতে আসবে আরও ২০ লাখ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ১০:৩৮ পিএম

সিনোফার্মের টিকার আজকের দিনের তিন চালানের প্রথম চালান দেশে এসে পৌঁছছে। প্রথম চালানে ১০ লাখ ডোজ এসেছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ১০টার কিছু পরে বাংলাদেশ বিমানে করে এসব টিকা আসে। এছাড়া আজ দিবাগত রাত ১টা ও ৩টায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের প্রায় আরও ২০ লক্ষ টীকা আসবে। এসব টিকাও বাংলাদেশ বিমানে আসবে ।

চীনের কাছ থেকে কেনা টিকার তৃতীয় চালান এটি। চীনের সিনোফার্মের কাছ থেকে তিন মাসে দেড় কোটি টিকা কিনছে সরকার।

এর আগে চলতি মাসের ১৭ তারিখ রাতে দুই দফায় দেশে চীনের সিনোফার্মের কাছ থেকে কেনা করোনাভাইরাসের আরও ২০ লাখ টিকা দেশে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশকে নিরবচ্ছিন্নভাবে টিকা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেছে চীন।

এর আগে কেনার বাইরে বাংলাদেশকে দুই দফায় উপহার হিসেবে চীন সিনোফার্মের ১১ লাখ টিকা দিয়েছে। চীন গত মে মাসে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা প্রথম বাংলাদেশে পাঠায়। পরে চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ সিনোফার্মের টিকা দেশে আসে জুনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App