×

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে গিয়ে আরও একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ০৪:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নমুনা দিতে গিয়ে আরও একজনের মৃত্যু

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার জন্য হাসপাতালে নমুনা দিতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হোসনে হুর বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়।

তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আরজুমান মিয়ার স্ত্রী। সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হোসনে হুর বেগম কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। ফরম পূরণের পর নমুনা দেয়ার আগ মুহূর্তে তিনি মারা যান।

এর আগে গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ইকবাল হোসেন (৪৩) নামে এক ব্যক্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App