করোনায় আরও ২৩৯ জনের মৃত্যু

আগের সংবাদ

ভার্চুয়াল মুদ্রায় লেনদেন না করতে আহ্বান কেন্দ্রীয় ব্যাংকের

পরের সংবাদ

বান্দরবানের লামায় অতিবর্ষণ, দেড় লক্ষাধিক লোক পানিবন্দি

প্রকাশিত: জুলাই ২৯, ২০২১ , ৭:০৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৯, ২০২১ , ১১:১৬ অপরাহ্ণ

বান্দরবানের লামায় টানা ভারি বর্ষণে ব্যাপক হারে পাহাড় ধ্বসে পাঁচশতাধিক ঘর-বাড়ি বিধস্ত হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে উপজেলা সদর ও লামা পৌর এলাকার নিম্নাঞ্চল। উপজেলার সাথে ইউনিয়ন গুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এসব এলাকায় দেড় লক্ষাধিক লোক পানি বন্দি হয়ে পড়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে পানির অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে প্রবল বর্ষণ এবং পাহাড়ি ঢলে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিধস্ত হয়েছে শতশত কাঁচা বাড়ি-ঘর।

লামা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম জানান, গত তিন দিনের পাহাড়ি ঢল ও বন্যার পানিতে আমন বীজতলার অধিকাংশ বীজতলা নষ্ট হয়ে গেছে। একইভাবে উপজেলায় ফলজ ও বনজ বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম জানান, বন্যা ও পাহাড় ধ্বসের ঘটনায় পৌরসভায় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল জানান, উপজেলার বিভিন্নস্থানে চার শতাধিক ঘর-বাড়ি আংশিক এবং পূর্ণাঙ্গ বিধ্বস্ত হয়েছে। ধ্বসে গেছে গ্রামীন রাস্তাঘাট ও কালভার্ট।

জেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, জরুরী ভিত্তিতে লামা পৌরসভার জন্য ২০ মেট্রিক টন চাল এবং ২লক্ষ ২৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৩ মেট্রিক টন চাল এবং ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

রি-জেএইচ/ইভূ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়