×

স্বাস্থ্য

মাস্ক আমার, সুরক্ষা সবার 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০২:৩৯ পিএম

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকা নেওয়ার পাশাপাশি সঠিক নিয়মে মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (২৮ জুলাই) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এ আহ্বান জানান অধিদপ্তরের পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা নাজমুল ইসলাম। তিনি বলেন, টিকা নেওয়ার পাশাপাশি আমাদের সঠিক নিয়মে নাক মুখ ঢেকে মাস্ক পড়তে হবে। মনে রাখতে হবে, মাস্ক আমার, সুরক্ষা সবার।

কোভিশিল্ড টিকার প্রয়োগ আবার কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে আমরা কোভিশিল্ড টিকার প্রয়োগ শুরু করতে পারবো। এছাড়া যারা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকার জন্য অপেক্ষা করছেন তাদের সবার জন্য টিকা আনার ব্যবস্থাও করা হবে।

টিকার জন্য নিবন্ধন করতে আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা টিকা পাবেন তারা টিকার জন্য নিবন্ধন করুন। আপনার পাশের জনকেও টিকা নিতে উদ্বুদ্ধ করুন, নিবন্ধনে সহায়তা করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App