×

সারাদেশ

নড়াইলে এফবিসিসিআইয়ের বিনামূল্যে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৩:১৭ পিএম

নড়াইলে এফবিসিসিআইয়ের বিনামূল্যে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আসাদুজ্জামান মুন্সীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ছবি: ভোরের কাগজ

নড়াইল সদর হাসপাতালে কোভিড-১৯ সংক্রামণ প্রতিরোধে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) সকাল ১১টায় নড়াইল সদর হাসপাতালের সম্মেলন কক্ষে নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ১০ টি অক্সিজেন সিলিন্ডার, ২ টি হাইফ্লো নজেল ক্যানোলা, ২ টি অক্সিজেন কনসেনট্রেটরসহ চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী সদর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের উপস্থিতিতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আসাদুজ্জামান মুন্সীর কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

এ সময় নড়াইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসানুজ্জামান, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মশিউর রহমান বাবু, নড়াইল চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ এর পরিচালক ও জেলা যুবলীগের আহবায়ক মো. ওয়াহিদুজ্জামান, সংসদ সদস্য মাশরাফির পিতা গোলাম মোর্তুজা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সিভিল সার্জন ডা. নাছিমা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App