×

জাতীয়

কমিউনিটি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৮:৩২ পিএম

কমিউনিটি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী

ঢাকা কমিউনিটি হাসপাতাল

কমিউনিটি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী

ফাইল ছবি

কমিউনিটি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী

ছবি: ভোরের কাগজ

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একইসঙ্গে শেষ মুহূর্তে ডেঙ্গু শনাক্ত হওয়ার কারণে বাড়ছে প্লাটিলেটের চাহিদাও।

বর্তমানে রাজধানীর মগবাজারের অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতালে বর্তমানে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে। এর মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া মেডিসিন বিভাগে ভর্তি আছেন ২৮ জন নারী ও ১৭ জন পুরুষ। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭ জন। এর মধ্যে শিশু ভর্তি হয়েছে ২ জন। আজ সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ জন রোগী।

জানতে চাইলে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার আক্তার হোসেন কান তানজিল বলেন, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। তিনি বলেন, গত ১০ জুলাই থেকে রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করে।

[caption id="attachment_299517" align="aligncenter" width="705"] ছবি: ভোরের কাগজ[/caption]

তিনি আরও বলেন, ডেঙ্গু উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে এ পর্যন্ত ১২ জনের মধ্যে করোনার উপসর্গ পাওয়া যায়। এরপর পরীক্ষায় করোনা সনাক্ত হলে তাদেরকে অন্য হাসপাতালে পাঠানো হয়।

শিশু ওয়ার্ডের ড. ইফফাত আরা স্বর্ণা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে আমাদের এখানে অনেক শিশুই আসছে। সম্প্রতি সংখ্যাটি বাড়ছে। এখন যারা আসছে তাদের মধ্যে ডেঙ্গু শক সিনড্রোম দেখা যাচ্ছে, অনেকে ডেঙ্গু হেমোরজিক উপসর্গ নিয়ে আসছে। শিশুদের মাঝে প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ দেখা যাচ্ছে। এখন যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছে, তাদের অনেকেরই আইসিইউ সাপোর্ট লাগছে বলেও জানান এ ডাক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App