×

জাতীয়

সিনহা হত্যা: বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১০:৫৮ এএম

সিনহা হত্যা: বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রী

চট্টগ্রামে দুদকের করা মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। মঙ্গলবার (২৭ জুলাই) আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা।

গত বছর ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজ উদ্দিন বাদী হয়ে ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় ওসি প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকিকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

এদিকে, বরখাস্ত ওসি প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছে। কক্সবাজারের টেকনাফের কাছে বাহারছড়া চেকপোস্টে গত বছরের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ওই ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলিকে ১ নম্বর এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২ নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App