×

রাজধানী

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১২:৩৪ এএম

করোনা মহামারির মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়ে একদিনে বছরের সর্বোচ্চ ১৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার এই নিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় দুই হাজার ছুঁয়েছে। আগের দিন সোমবার ভর্তি হয়েছিলেন ১২৩ জন।

বর্ষার শুরু থেকে এ বছর এইডিস মশাবাহিত এই ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব বেড়েছে। এ বছর জুলাই মাসের আরও চারদিন বাকি থাকতেই ইতিমধ্যে গত বছরের আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেছে।

করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু আক্রান্তদের আলাদা চিকিৎসার জন্য ঢাকার কয়েকটি হাসপাতালকে নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অপরদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয় ডেঙ্গুর ভাইরাসবাহী এইডিস মশা ধ্বংসে হাসপাতালে ভর্তি রোগীর ঠিকানা নিয়ে আক্রান্ত ব্যক্তির এলাকার আশেপাশে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ১ হাজার ৯৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

বর্তমানে সারাদেশে ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন, যারমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫০০ জন রোগী।

উল্লেখ, এ বছর এই ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৫৭৩ জন শনাক্ত হয়েছেন জুলাই মাসেই। এছাড়া জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন এবং জুনে ২৭২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App