×

খেলা

বাংলাদেশের স্বপ্নভঙ্গ, বিদায় রোমান সানার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০১:১১ পিএম

টোকিও অলিম্পিকে রোমান সানাকে নিয়ে প্রত্যাশা ছিল বাংলাদেশের। মঙ্গলবার দেশসেরা এই আর্চার ইংল্যান্ডের টম হলকে হারিয়ে শীর্ষ ৩২-এ জায়গা করে নিলেও এগোতে পারেননি বেশিদূর। মাত্র এক পয়েন্টের জন্য থামতে হলো তাকে।

আর্চারির ব্যক্তিগত রিকার্ভের দ্বিতীয় রাউন্ড থেকে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন রোমান সানা।

ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ৩৬তম স্থানে থাকা ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা ছিল আশা জাগানিয়া। কিন্তু প্রথম সেট জিতে যান তিনি ২৬-২৫ ব্যবধানে। তবে দ্বিতীয় সেটে হেরে বসেন ২৮-২৫ পয়েন্টে। তৃতীয় সেট ২৯-২৭ ব্যবধানে জিতে এগিয়ে যান কানাডার প্রতিযোগী।

চতুর্থ সেটে ঘুরে দাঁড়ান রোমান। ২৭-২৬ পয়েন্টে জিতে সেট পয়েন্টেও ৪-৪ সমতা ফেরান তিনি। তাতে আশা জাগে নতুন করে। কিন্তু পঞ্চম সেটে গিয়ে আর পারেননি। হেরে যান ২৬-২৫ ব্যবধানে।

টোকিওর আসরে এর আগে রিকার্ভ মিশ্র দ্বৈতে দিয়া সিদ্দিকীকে সঙ্গে নিয়ে রোমান পার হতে পারেননি শেষ ষোলোর বৈতরণী। সেখানে দক্ষিণ কোরিয়ার জুটির কাছে হেরে যান ৬-০ সেট পয়েন্টে।

২০১৯ সালে নেদারল্যান্ডসে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে বাংলাদেশকে সরাসরি অলিম্পিকে খেলার টিকেট এনে দিয়েছিলেন রোমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App