×

সারাদেশ

দোকান কর্মচারী ও ইলেক্ট্রিশিয়ানদের খাদ্য সহায়তা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ০১:০৯ পিএম

দোকান কর্মচারী ও ইলেক্ট্রিশিয়ানদের খাদ্য সহায়তা প্রদান

গাইবান্ধায় করোনাকালীন সময়ে কর্মহীন মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। ছবি: ভোরের কাগজ।

গাইবান্ধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অসহায় দোকান কর্মচারী ও ইলেক্ট্রিশিয়ানদের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ১০০ জন দোকান কর্মচারী ও ১০০ জন ইলেক্ট্রিশিয়ান মোটা ২০০ জন কর্মহীনদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরণ করা হয়।  চাল ৫ কেজি, হাফ কেজি মুড়ি, ডাল ১ কেজি, ২ কেজি আটা, তৈল ১ লিটার, চিনি ১ কেজি পর্যায়ক্রমে গাইবান্ধার সকল কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

বিতরণকালে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন।

এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ও জেলা প্রশাসনের কর্মকর্তারা, গাইবান্ধা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহান, বিশিষ্ট ব্যবসায়ী মোরসেলিন পারভেজসহ আরও অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App