অলম্পিকে আজ মঙ্গলবার সকালে ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ইংল্যান্ডের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে শীর্ষ ষোলোতে জায়গা করে নিয়েছে রোমান সানা। সানার বিপক্ষে হারলেও ইংল্যান্ডের টম হল বেশ ভালো ফাইট দিয়েছিলেন।
আজ রোমান সানার আরেকটি ম্যাচ রয়েছে। এই ম্যাচে জয় পেলে ৩১ শে জুলাই ফাইনালে খেলার সুযোগ পাবেন তিনি।
ইংল্যান্ডের টম হলের বিপক্ষে আজ সানা যেভাবে খেলেছেন পরবর্তী প্রতিপক্ষদের বিপক্ষে এভাবে খেলতে পারলে লাল সবুজের সর্মথকরা একটি পদকের প্রত্যাশা করতে পারে। আজ অবধি অলিম্পিকের কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ। এবার আর্চারিতে রোমান সানা সেই আক্ষেপ ঘোচাতে পারেন কি না, তাই দেখার বিষয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।