×

জাতীয়

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:৩৮ পিএম

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত যাত্রী আটক

সৌদি ফেরত যাত্রী আটক

রাজধানীর শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ সৌদি ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের (ডিসিএইচ) প্রিভেন্টিভ টিম। আটককৃতের নাম মাহিন উদ্দিন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ইএ ৪০৪০ নম্বর ফাইট থেকে তাকে আটক করা হয়। পরে গ্রীণ চ্যানেলে নিয়ে তল্লাসি করে ৪ কেজি ২৯২ গ্রাম ওজনের ৩৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটককৃত মাহিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিসিএইচ সূত্র জানায়, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামে এক পরিচিত প্রবাসী মাহিনের কাছে উক্ত গোল্ডবারগুলেঅ হস্তান্তর করে। শাহজালালে অবতরনের পরে এয়ারপোর্টের বাইরে কেউ একজন ফোন করে গোল্ডবারগুলো রিসিভ করার কথা ছিলো। তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে। আটককৃতের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App