×

সারাদেশ

পাথর শ্রমিকদের জালে ২৮ কেজির বাঘাইড় মাছ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:৩৯ এএম

পাথর শ্রমিকদের জালে ২৮ কেজির বাঘাইড় মাছ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্ত নদী মহানন্দা থেকে ধরা পড়ে বাঘাইড় মাছ।

পাথর শ্রমিকদের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। রবিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলা সদরের সীমান্ত নদী মহানন্দা থেকে এ মাছটি ধরা পড়ে। মাছটি বাড়িতে নিয়ে আসলে উৎসুক জনতা দেখতে ভিড় করে। পরে পাথর ব্যবসায়ী হাসিনুর ২০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকার রকি, বিপ্লব, আবু হাসান, আজিজ, সাহাদাতসহ কয়েকজন পাথর শ্রমিক শখের বসে সীমান্ত নদী মহানন্দায় মাছ মারতে যায়। মাছ মারার এক পর্যায়ে জালে বড় মাছ পড়েছে বুঝতে পেরে সকলে মিলে ডুবে জাল থেকে মাছটি ধরে। মাছটি নদীর পাড়ে তোলার পর অনেকেই দেখতে ছুটে আসে। পরে বাসায় নিয়ে গেলে খবর পেয়ে পাথর ব্যবসায়ী হাসিনুর রহমান ২০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

মহানন্দা নদীর পানি কমে গেলে বড় মাছ পাওয়া যায়। মহানন্দা নদীটি ভারত থেকে প্রবাহিত হয়ে তেঁতুলিয়ার সীমান্ত দিয়ে আবার ভারতে প্রবেশ করেছে। বাঘাইড় মাছটি ভারতে থেকে আসতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

পাথর শ্রমিক রকি জানান, নদী থেকে বড় মাছ ধরার আনন্দটাই অন্য রকম। মাছ বিক্রির টাকা সকলেই সমান ভাগে ভাগ করে নিয়েছেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App