×

জাতীয়

চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৬০ জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৭:২৯ পিএম

চতুর্থ দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৬০ জনকে জরিমানা

ফাইল ছবি

ঈদের পর সারাদেশে জারি করা কঠোর বিধিনিষেধ না মানায় চতুর্থ দিনে রাজধানীর বিভিন্ন থানায় গ্রেপ্তার ১৬০ জনকে জরিমানা করেছেন আদালত। সোমবার (২৬ জুলাই) তাদের প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এর আগে, এদিন বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী ও শহিদুল ইসলামের আদালত তাদের জরিমানা করেন। জরিমানার টাকা নিয়ে হাজতখানা থেকে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে আদালতের হাজতখানার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ১৬০ জনকে আদালতে আনা হয়। তাদের প্রত্যেককে ডিএমপি অধ্যাদেশ আইনে ১০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা দেয়ার পর হাজতখানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

বিধিনিষেধ অমান্য করায় দ্বিতীয় দিনে (২৪ জুলাই) ৯৭ জন ও তৃতীয় দিনে ১৩৩ জনকে জরিমানা করেছিলেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App