×

সারাদেশ

করোনা উপসর্গে মারা গেলেন ইউপি চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৬:১৪ পিএম

করোনা উপসর্গে মারা গেলেন ইউপি চেয়ারম্যান

মো. ইউনুস উদ্দিন গাজী

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস উদ্দিন গাজী করোনা উপসর্গে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। রবিবার (২৫ জুলাই) রাত ১২টার দিকে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ও মরহুমের কনিষ্ঠপুত্র গাজী বনি ইসলাম রুপক জানান, তার বাবার শরীরে জ্বর, ঠান্ডা ও বুকের ব্যাথার কারণে ঈদের পরের দিন ২২ জুলাই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনও করোনা পরীক্ষার রির্পোট পাওয়া যায়নি।

মরহুম ইউনুস গাজী হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফপিআই হিসেবে চাকরি শেষে অবসর গ্রহণ করেন। তারপর তিনি ওই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন।

সোমবার দুপুর ১২ টয় কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App