×

আন্তর্জাতিক

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১১:৪৭ এএম

আন্দোলনের মুখে তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত

প্রধানমন্ত্রী হিচাম মেচিচি

তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিতের ঘোষণা ও প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

স্থানীয় সময় রবিবার (২৫ জুলাই) নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

তিনি জানান, তিউনিসিয়ার সামাজিক স্থিতিশীলতা-শান্তি ফিরিয়ে আনা, দেশকে রক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় কাজ করবেন। দেশে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান তিনি।

করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রবিবারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

প্রধানমন্ত্রী থাকাকালে হিসেম গত সপ্তাহে তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন। কিন্তু তারপরও জনরোষ কমেনি। এখন তাঁকেই বরখাস্ত হতে হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App