×

বিনোদন

রহস্যে ঘেরা বাঁধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৯:৫৯ পিএম

রহস্যে ঘেরা বাঁধন

বাঁধন

রহস্যে ঘেরা বাঁধন

বাঁধন

বাংলাদেশের সুন্দরপুরের এক খ্যাতনামা রেস্তোরাঁ এবং তার চেয়েও অদ্ভুত সেটির নাম- ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। কিন্তু এটি কেন জনপ্রিয় সেটা জানতেই সেখানে এসে হাজির হন সাংবাদিক নিরুপম চন্দ। রেস্তোরাঁটি শুধু জনপ্রিয়ই নয়, রহস্যঘেরাও। তারচেয়েও রহস্যময় এর মালিক মুসকান জুবেরী! রবিবার (২৫ জুলাই) বেলা ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে প্রকাশ করা হয় সৃজিত মুখোপাধ্যায়ের দ্বিতীয় বাংলা ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ট্রেলার। ট্রেলারটি প্রকাশ হতেই আলোচনা শুরু হয়েছে। আর আলোচনার বেশিরভাগ অংশজুড়েই আছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ট্রেলারে বাঁধনের উপস্থিতিও বেশ চমকপ্রদ ও রহস্যঘেরা। এ প্রসঙ্গে বাঁধন বলেন, ‘মুসকান জুবেরীর চরিত্রে অভিনয় করে আমি সত্যি গ্রেটফুল। এই চরিত্রের বিভিন্ন শেড রয়েছে, সেটাই আমাকে মুগ্ধ করেছে। এজন্য লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনকে সাধুবাদ জানাই। কৃতজ্ঞতা জানাই নির্মাতা সৃজিতকে।’ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন অঞ্জন দত্ত। এছাড়াও থাকছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্যসহ অনেকে। এদিকে সিরিজের সামগ্রিক কাজ শেষ করেই নির্মাতা সৃজিত বাঁধনকে আগেই জানালেন টুপিখোলা সম্মান। প্রকাশ্যে নেটমাধ্যমে বলেছিলেন, “ফাইনালি শেষ করলাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র ডাবিং-আবহসংগীত। কাজটি শেষ করার পর একটা কথাই বলতে চাই, বাঁধন তার চরিত্রটির জন্য যেভাবে নিজেকে উৎসর্গ করেছেন, সেটির জন্য তাকে টুপিখোলা সম্মান জানাই।” উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট সিরিজটি হইচইয়ে উন্মুক্ত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App