×

রাজধানী

মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০৯ পিএম

মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে আগুনে পুড়ে গেছে অনেকগুলো বাস। ছবি: ভোরের কাগজ

মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে আগুনে পুড়ে গেছে বাস। ছবি: ভোরের কাগজ

মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

আগুনে পুড়ে গেছে গ্যারেজে থাকা প্রাইভেটকার। ছবি: ভোরের কাগজ

রাজধানীর মতিঝিলের মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কোনো হতাহত ঘটেনি।

আগুনে বেশ কয়েকটি বাস ও গাড়ি পুড়ে গেছে। আগুনের প্রকৃত কারণ জানা না গেলেও পৌঁনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করতে সক্ষম হয় দমকল বাহিনীর কর্মীরা।

[caption id="attachment_298764" align="aligncenter" width="687"] আগুনে পুড়ে গেছে গ্যারেজে থাকা প্রাইভেটকার। ছবি: ভোরের কাগজ[/caption]

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর এর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন ভোরের কাগজকে জানান, রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হল এর পেছনে গোপীবাগ বালুর মাঠে অবস্থিত একটি গাড়ির গ্যারেজে ১১টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ৪৭ মিনিটের প্রচেষ্টায় ১১টা ৫২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপনে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App