×

আন্তর্জাতিক

করোনার বিধিনিষেধ শিথিল করল দিল্লি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৮:৫১ এএম

করোনার বিধিনিষেধ শিথিল করল দিল্লি

ছবি: হিন্দুস্তান টাইমস

করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করল দিল্লি। আগামী সোমবার থেকে ভারতের রাজধানী দিল্লিতে ১০০ শতাংশ যাত্রী নিয়ে ছুটতে পারবে মেট্রো এবং বাস।

তবে যাত্রীরা দাঁড়িয়ে থাকতে পারবেন না। সেইসঙ্গে আরও বেশিক্ষণ দোকান খুলে রাখা যাবে। একনজরে দেখা যাক আগামী সোমবার থেকে দিল্লিতে কী কী নয়া নিয়ম চালু হতে চলছে, খবর হিন্দুস্তান টাইমস।

১. ১০০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচলে অনুমতি দিল দিল্লি সরকার। আগামী সোমবার থেকে সেই নিয়ম কার্যকর হবে।

২. এতদিন মেট্রো চললেও যাত্রী সংখ্যার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আগামী সোমবার থেকে সেই বিধিনিষেধ উঠে যাচ্ছে। তবে কোনও যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না।

৩. সোমবার থেকে দিল্লির মধ্যে বাসেও ১০০ শতাংশ যাত্রী তোলা যাবে। একটি গেট দিয়ে যাত্রী তুলতে হবে। অপরটি দিয়ে নামাতে হবে। কোনও যাত্রী দাঁড়িয়ে থাকতে পারবেন না।

৪. সব খুচরো দোকান এবং কলোনির দোকান খোলা যাবে। সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা যাবে।

৫. সকাল আটটা থেকে রাত ১০ টা পর্যন্ত রেস্তোরাঁ খুলে রাখা যাবে। ৫০ শতাংশ গ্রাহক আসতে পারবেন।

৬. বেলা ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পানশালা খুলে রাখা যাবে। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে চলতে পারে।

৭. ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা/থিয়েটার/মাল্টিপ্লেক্স খোলা যাবে। একইভাবে খোলা যাবে অডিটোরিয়াম এবং অ্যাসেম্বলি হলও।

৮. সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত খুলে রাখা যাবে সব বাজার, মার্কেট কমপ্লেক্স এবং শপিং মল।

৯. অটো, ই-রিকশা, ক্যাব, গ্রামীণ সেবায় সর্বোচ্চ দু'জন যাত্রী উঠতে পারবেন। ম্যাক্সি ক্যাবে সর্বোচ্চ পাঁচজন উঠতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App