×

সারাদেশ

অতিবৃষ্টি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য আশীর্বাদ, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৩:৫৩ পিএম

অতিবৃষ্টি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য আশীর্বাদ, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে। ছবি: ভোরের কাগজ

অতিবৃষ্টি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য আশীর্বাদ, বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

শ্রাবণ মাসের টানা কয়েক দিনের বৃষ্টিতে প্রান ফিরে এসেছে কাপ্তাই কৃত্রিম হ্রদে। হ্রদে পর্যাপ্ত পানি বৃদ্ধি হয়েছে। ফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।

চলতি সপ্তাহে কাপ্তাই ও রাঙামাটি জেলায় বৃষ্টিপাত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাপ্তাই ব্যবস্থাপক এটিএম আব্দুর জ্জাহের।

তিনি জানান, রুলকার্ভ অনুযায়ী গেল শনিবার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমান থাকার কথা ৮৭.৪৮ এমএসএল। সেখানে পানি রয়েছে ৮৪.১৭ এমএসএল (মীন সী লেভেল)।

জলবিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। অবশিষ্ট ৪ টি ইউনিট সচল আছে।

এর মধ্যে ১নং ইউনিটে ৩০ মেগাওয়াট, ৩নং ইউনিটে ৩৫ মেগাওয়াট, ৪নং ইউনিটে ৩০ মেগাওয়াট এবং ৫নং ইউনিটে ৩০ মেগাওয়াটসহ বর্তমানে সর্বমোট ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সূত্র জানায়, ইতি পূর্বে গত সপ্তাহে যেখানে গড়ে প্রতিদিন ১শ’ মেগাওয়াটের নীচে বিদ্যুৎ উৎপাদন হয়েছে। সেখানে বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমান বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। বৃষ্টিপাত বাড়লে উৎপাদন আরও বাড়বে।

উল্লেখ্য, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটি ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App