মৌলভীবাজারের কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশা আর নেই।
তিনি শনিবার রাত পৌণে ১২টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন)।
তিনি ‘হাওর বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ’এর সভাপতিও ছিলেন। প্রবীণ এই নেতার মৃত্যুতে জনপ্রতিনিধিসহ স্থানীয় রাজনীতিবীদদের মাঝে শোকের ছায়া নেমে এসছে।
রবিবার দুপুর দেড়টায় মৌলভীবাজার কোর্ট মসজিদ প্রাঙ্গণে প্রথম ও কুলাউড়ার ভূকশিমইল শাহী ঈদগাহ মাঠে বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।