×

সারাদেশ

রাণীনগরে লকডাউন অমান্য করায় ৪৪ জনকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০২:৫৮ পিএম

রাণীনগরে লকডাউন অমান্য করায় ৪৪ জনকে জরিমানা

শনিবার নওগাঁর রাণীনগরে লকডাউন অমান্য করায় জরিমানা করা হচ্ছে। ছবি: ভোরের কাগজ

নওগাঁর রাণীনগরে সরকার ঘোষিত লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ৪৪ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) থেকে শনিবার (২৪ জুলাই) দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে মোট ৪৪ জনকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App