×

সারাদেশ

তাহিরপুরে একদিনে সর্বোচ্চ ১৪ জনের করোনা শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৪:১৬ পিএম

তাহিরপুরে একদিনে সর্বোচ্চ ১৪ জনের করোনা শনাক্ত

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ভোরের কাগজ

হাওর বেষ্টিত ভাটির জনপদ খ্যাত তাহিরপুর উপজেলায় শনিবার দুপুর পর্যন্ত এ্যান্টিজেন পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের এ্যান্টিজেন পরীক্ষা করা হয় এরমধ্যে দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। অন্য ৯ জনের নমুনা সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী এ্যান্টিজেন পরীক্ষায় শনিবার দুপুরে ১৪ জনের করোনা পজেটিভ হওয়ার সত্যতা নিশ্চিত করে ভোরের কাগজকে জানিয়েছেন, এ যাবৎ কালে উপজেলায় মোট ৮২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, এর মধ্যে মোট আক্রান্ত হয়েছেন, ১৫২ জন।

এর মধ্যে মৃত্যু বরণ করেছেন ৩জন, স্বাস্থ্য কমপ্লেক্সে আইসলোশনে আছেন ৮ জন, নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৭৭ জন, এ পর্যন্ত উপজেলায় সুস্থ্য হয়েছেন ৭৭জন।

সর্বশেষ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় ২২জুলাই রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামের সত্তর বছর বয়স্ক ইয়াকুব আলী করোনা আক্রান্ত হয়ে মারা যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App