×

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে করোনায় একদিনে ২০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০২:০২ পিএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন শুক্রবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন শেরপুরের ৩ জন, ময়মনসিংহের দুইজন, নেত্রকোনার দুইজন, গাজীপুরের একজন, টাঙ্গাইলের একজন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন, টাঙ্গাইলের ৪ জন, নেত্রকোনার একজন ও গাজীপুরের একজন। তিনি বলেন, করোনা ইউনিটে বর্তমানে ৩৭৫ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৭০ জন রোগী এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৭টি নমুনা পরীক্ষা করে ৭৪ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৭৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App