×

খেলা

টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৪:১৬ পিএম

টস জিতে টাইগারদের ফিল্ডিংয়ে পাঠাল জিম্বাবুয়ে

ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল ৮ উইকেটে জিতেছে টাইগাররা। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনী। গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে ওপেনার সৌম্য সরকার ৪৫ বলে ৫০ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। এই ওপেনার হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হন।

শুক্রবার (২৩ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা।

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ১৫২ রানের জবাবে খেলতে নেমে সৌম্য সরকার এবং নাঈম শেখ ধীরেসুস্থে শুরু করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে টাইগারদের বেগ পেতে হয়নি। ওপেনিং জুটিতে সৌম্য সরকার এবং নাঈম শেখ ১০২ রানের পার্টনারশিপ গড়ে তুলে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখেন। গতকাল সৌম্য সরকার আউট হলেও অপর প্রান্তে অপরাজিত ছিলেন ওপেনার নাঈম শেখ। তিনি ৫২ বলে ৬৬ রান সংগ্রহ করে। বৃহস্পতিবার টাইগারদের যে দুটো উইকেটের পতন ঘটেছে তা কোন জিম্বাবুয়ের বোলার তুলে নিতে পারেননি। সৌম্য সরকারের মতো অধিনায়ক মাহমুদউল্লাহরিয়াদ রানআউটের শিকার হন। টাইগাররা ১৮.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ৮ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়েছিল।

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ বাংলাদেশ দল দেশে ফিরবে ২৯ জুলাই। টাইগাররা দেশে ফেরার আগেই বাংলাদেশে প্রবেশ করবে অস্ট্রেলিয়ান ক্রিকেট । টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের অংশ নিবে অজিরা। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ আগস্ট। ৪ আগস্ট দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। এক দিন বিরতি দিয়ে ৬ আগস্ট অনুষ্ঠিত হবে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ৭ আগস্ট চতুর্থ এবং পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ আগস্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App