×

সারাদেশ

কঠোর বিধিনিষেধে জনশূন্য রাজশাহী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ০৪:০৫ পিএম

কঠোর বিধিনিষেধে জনশূন্য রাজশাহী

রাজশাহী শহর

ঈদ পরবর্তী কঠোরতম বিধিনিষেধের প্রথম দিনে জনশূন্য রাজশাহীর রাস্তাঘাট। সরকার ঘোষিত বিধিনিষেধ কার্যকরে প্রশাসন মাঠে ছিল দিনভর। শুক্রবার (২৩ জুলাই) গাড়ি চলাচলও করেনি প্রধান সড়কগুলোতে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ি চলাচল না করলেও মোড়ে মোড়ে দায়িত্ব পালনে তৎপর রয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) টহল টিম বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে এবং মাইকিং করে মানুষদেরকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছে। পুলিশের পাশাপাশি মাঠে ছিলেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। বেশ কয়েক জায়গায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালান। তবে সব দোকানপাট বন্ধ থাকায় এবং গাড়ি চলাচল না করায় এদিন সেভাবে জরিমানা করা হয়নি।

এ ব্যাপারে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু আসলাম বলেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি পালনের পাশাপাশি কেউ যেন গোপনে দোকানপাট খোলা রেখে ব্যবসা করতে না পারে সে বিষয়ে এবার জেলা প্রশাসন গুরুত্ব দিচ্ছে। টহল দেওয়া হচ্ছে অলিগলিতেও, যাতে করে কোনো দোকান-পাট খোলা না থাকে। জরুরি সেবার লোকজন ব্যতিত কেউ বাইরে বের হতে পারবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App