×

জাতীয়

ঈদের ছুটির প্রভাবে কমল শনাক্ত, করোনায় মৃত্যু ১৮৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৫:০৩ পিএম

ঈদের ছুটির প্রভাবে কমল শনাক্ত, করোনায় মৃত্যু ১৮৭

করোনা রোগী। ফাইল ছবি

দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মধ্যে পুরুষ ১১৭ এবং নারী ৭০ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে।

এদিকে, দেশে গতকাল মঙ্গলবার ঈদের ছুটি থাকায় ছিল না মানুষের তেমন চলাচল ও পরীক্ষার জন্য নমুনা দেওয়ার প্রবণতা। ফলে কমে গিয়েছে করোনা ভাইরাসে শনাক্তের সংখ্যা। তবে বেড়েছে শনাক্তের হার। দেখা যায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৮৯৯টি ও পরীক্ষা ১১ হাজার ৪৮৬টি।

নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৯৭ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App