×

জাতীয়

ঈদে তিন দিনে সোয়া লাখ যান বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২১, ০৫:১৭ পিএম

ঈদে তিন দিনে সোয়া লাখ যান বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার

বঙ্গবন্ধু সেতুর সামনে যানজটে অপেক্ষমান যানবাহন। ফাইল ছবি

ঈদে তিন দিনে সোয়া লাখ যান বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার

ঈদ উপলক্ষ্যে গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার করেছে ১ লাখ ২৩ হাজার ৬৯৫টি যানবাহন। এ থেকে টোল আদায় হয়েছে ৮ কোটি ১৫ লাখ ৩২ হাজার ১২০ টাকা। বিপুলসংখ্যক এই যানবাহনের চাপে ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটে দীর্ঘ সময় আটকে থাকে ঘরমুখী মানুষ। তাদের পোহাতে হয় চরম দুর্ভোগ।

বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় বঙ্গবন্ধু সেতু হয়ে প্রতিদিন ১২-১৩ হাজার যানবাহন সেতু পারাপার হয়। প্রতি ঈদে যানবাহন পারাপার কয়েক গুণ বেড়ে যায়। এবার ঈদ সামনে রেখে তার ব্যতিক্রম হয়নি।

চলতি বছরের ১৩ মে ঈদুল ফিতরের আগের দিন বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়, যা সেতু চালু হওয়ার পর যানবাহন পারাপারের সর্বোচ্চ রেকর্ড। ওই দিন টোল আদায় হয় দুই কোটি ৯৯ লাখ টাকা। এটি ছিল টোল আদায়েও সর্বোচ্চ রেকর্ড।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সেতু হয়ে ৩৫ হাজার ৭৯১টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার করে। এ থেকে মোট টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা।

এর আগের গত রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩৯ হাজার ৪৮১টি যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার করে। এদিন এবারের ঈদ মৌসুমে সর্বোচ্চ ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App