×

সারাদেশ

শরীয়তপুরের সুরেশ্বর দরবারে পশু কোরবানি ছাড়াই ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ০২:১৫ পিএম

শরীয়তপুরের সুরেশ্বর দরবারে পশু কোরবানি ছাড়াই ঈদ

শরীয়তপুরে সুরেশ্বর দরবারে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। কোরবানি ঈদ হলেও পশু কোরবানিতে বিশ্বাস করেন না তারা। ছবি: ভোরের কাগজ।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শুরেশ্বর দরবারে ঈদ উদযাপন করছে তাদের ভক্তরা। তবে কোন পশু কোরবানি দেওয়া হয়নি। ঈদ জামাতের শেষে কোরবানির কোন আয়োজন ছিল না। দরবারের শুরু থেকে এ প্রথা প্রচলিত রয়েছে বলে জানিয়েছেন ভক্তরা।

সকালে এ দরবারে দুই পীরের মুরিদরা আলাদা আলাদা দুটি জামাতের বিভক্ত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব জামাতে প্রায় তিন হাজার ভক্তরা অংশ নেয়। সুরেশ্বর দরবার শরিফের গদিশীন পীর কামাল নুরী তার অনুসারীদের নিয়ে মাজারের সামনে ও অপর পীর শাহ নুরে আক্তার হোসেন (চুন্নু মিয়া) তার অনুসারীদের নিয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন। দুই পীরের রেষারেষির কারণে দীর্ঘদিন যাবত যার যার ভক্তদের নিয়ে আলাদা ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দরবারে পীর শাহ দিদার নূরী বলেন, পশু কোরবানির কনসেপ্টের সঙ্গে আমরা একমত নই। তবে ভক্তদের কোরবানি দিতে কোন বাধা নেই। আমরা পশু কোরবানি করি না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App