×

জাতীয়

৫০ দিন পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:১৬ পিএম

৫০ দিন পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫ (ভিডিও)

প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ছবি: ভোরের কাগজ।

৫০ দিন পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার, গ্রেপ্তার ৫ (ভিডিও)

প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর ফোন উদ্ধার করে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ছবি: ভোরের কাগজ।

ছিনতাই হওয়ার ৫০ দিন পর অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের  ছিনতাই হওয়া মোবাইল অবশেষে উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ ও মো. জীবন।

গত ১ জুন রাজধানীর বিজয় স্মরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হয়। পরের দিন পরিকল্পনামন্ত্রী বলেন, আমার ফোনটি চুরি হয়েছে। গাড়িতে বসে কথা বলছিলাম, ছিনতাইকারী ফোনটি নিয়ে গেছে। গানম্যান চেষ্টা করেও ধরতে পারেনি।

এরপর থেকে ফোনটি উদ্ধারে একের পর এক অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক করা হয় ছিনতাইকারী চক্রের সদস্যদের। ছিনতাইকারী সন্দেহে বিভিন্ন পর্যায়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে কাজের কাজ ফোনটিই পাওয়া যাচ্ছিল না।

এ গ্রেপ্তারের বিষয়ে সোমবার (১৯ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রমনা অঞ্চলের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, রবিবার (১৮ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রমনা বিভাগের ধানমন্ডি থানা পুলিশ পরিকল্পনা মন্ত্রীর মোবাইলসহ ৫ জনকে আটক করে।

https://youtu.be/qshVznz4diU

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App