×

সারাদেশ

সেই ভিক্ষুক নারীকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:৩৬ পিএম

সেই ভিক্ষুক নারীকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

সংবাদ প্রকাশের পর কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান তার কার্যালয়ে ডেকে নিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন বৃদ্ধা ফাতেমাকে। ছবি: ভোরের কাগজ

করোনা ভাইরাসে উদ্বুদ্ধ পরিস্থিতিতে উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ উপলক্ষে কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শুভেচ্ছা উপহার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এতে কমলনগরের চর মার্টিন ইউপির প্রকৃত ভিক্ষুক এক নারীকে বঞ্চিত করেছেন ইউপির চেয়ারম্যান ও মেম্বার। বিষয়টি নিয়ে "বৃদ্ধা ফাতেমার ভাগ্যে জোটেনি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’শিরোনামে দৈনিক ভোরের কাগজে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি আমলে নিয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান ওই নারী ভিক্ষুককে তার কার্যালয়ে ডেকে নিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট তার হাতে তুলে দিয়েছেন। এ সময় ভোরের কাগজের প্রতিনিধি শাহরিয়ার কামাল উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী পেয়ে ওই নারী সংবাদকর্মী ও ইউএনওকে ধন্যবাদ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App