×

জাতীয়

মডার্নার ৩০ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৯:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০ লাখ ডোজ মডার্নার টিকা ঢাকায় পৌঁছেছে। সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা বহন করা বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।

বিমানবন্দ‌রে টিকাগু‌লো গ্রহণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক। এ নিয়ে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ৫০ লাখ ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র। সন্ধ্যায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইটের শিডিউল বদলের কারণে টিকা দেরিতে পৌঁছেছে।

এর আগে কোভ্যাক্সের সুবিধার আওতায় ১ ও ২ জুলাই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেশে এসেছে। গত ১৩ জুলাই ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় এবং ঢাকার ৪১টি কেন্দ্রে মডার্নার টিকা দেওয়া শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App